11/23/2025 গাজায় রাস্তায় ড্রোনের ভয়াবহ আঘাত! মুহূর্তেই লাশে ভরে গেল গাড়ি—নিহত ৫”
odhikarpatra
২২ November ২০২৫ ২৩:২৯
গাজা সিটি (গাজা স্ট্রিপ) — ২২ নভেম্বর ২০২৫
মূল তথ্য / ঘটনার সারাংশ:
গাজা সিটির ব্যস্ত সড়কে ইসরায়েলি মিলিটারির পরিচালিত বলে ধারণা করা এক ড্রোন হামলায় একটি প্রাইভেট কার সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ৫ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা নিশ্চিত করেছেন।
গত ৪৮ ঘণ্টায় গাজা স্ট্রিপজুড়ে অন্তত সাতজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হওয়ার পর এই ড্রোন হামলা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এমন হামলা সংঘটিত হওয়ায় স্থানীয়রা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।
কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের মন্তব্য:
গাজা সিটিতে ইসরায়েলি ড্রোন হামলায় একটি গাড়ি ধ্বংস হয়ে অন্তত ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছে। যুদ্ধবিরতির মধ্যেই নতুন হামলা নিয়ে স্থানীয়দের আতঙ্ক বাড়ছে। বিস্তারিত পড়ুন।