11/27/2025 জ্যাকসন হাইটসে নিউ হরাইজন লায়ন্স ক্লাবের জমজমাট সভা, অভিষেক ৬ ডিসেম্বর!
odhikarpatra
২৪ November ২০২৫ ০১:৪১
জ্যাকসন হাইটস, নিউইয়র্ক | ২৩ নভেম্বর ২০২৫ (বুধবার)
নিউইয়র্কের বাঙালি কমিউনিটি অধ্যুষিত জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের গুরুত্বপূর্ণ মাসিক সভা। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় ক্লাবের বিভিন্ন কার্যক্রম, আগামীর পরিকল্পনা এবং অভিষেক অনুষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি লায়ন তারেক হাসান খান, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক লায়ন ডিস্ট্রিক্ট ২০-আর-২–এর গভর্নর লায়ন আসিফ বারী টুটুল। বিশেষ অতিথি ছিলেন লায়নেস মুনমুন হাসিনা বারী।
সভায় আরও উপস্থিত ছিলেন—
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম খান, লায়ন নাঈম আহমেদ, ডিরেক্টর লায়ন মনিরুল ইসলাম, লায়ন আমিন হোসেন কামাল, সহসভাপতি লায়ন জামিল আহমেদ, সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, লায়ন চৌধুরী ইসমাইল, লায়ন মো. হুদা, ডিস্ট্রিক্ট ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আহসান হাবীব, লায়ন হাবিবুল চৌধুরী, লায়ন সাইফুল ইসলাম, লায়ন সাজ্জাদুল রহমান খানসহ অনেকে।
এছাড়া লায়নেস তাহমিনা চৌধুরী, লায়নেস বেবী, লায়নেস পারভীন, লায়নেস নিপা আহমেদ, লায়নেস জাকিয়া আহমেদ ও লায়নেস মিনা ইসলাম প্রমুখও উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ক্লাবের সামাজিক দায়িত্ব, আগামী দিনের কার্যক্রম ও কমিউনিটি সেবার বিভিন্ন উদ্যোগের ওপর মতামত তুলে ধরেন। অতিথিরা নিউইয়র্কে লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত করার আহ্বান জানান।
সভায় সর্বসম্মতভাবে ঘোষণা দেওয়া হয় যে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান ৬ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে একটি অভিষেক কমিটি গঠন করা হয়েছে।
সভা শেষে সকল সদস্যদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের মাসিক সভা জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে। সভায় অভিষেক অনুষ্ঠান ৬ ডিসেম্বর নির্ধারণসহ কমিটি গঠন করা হয়। বিস্তারিত পড়ুন।