11/29/2025 ভুটানের প্রধানমন্ত্রীর বিশেষ শুভেচ্ছা: খালেদা জিয়ার জন্য ফুলের তোড়া পাঠালেন শেরিং তোবগে
odhikarpatra
২৪ November ২০২৫ ০২:৫৬
বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ শুভেচ্ছা স্বরূপ ফুলের তোড়া পাঠিয়েছেন।
রোববার (২৩ নভেম্বর) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেরিং তোবগের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে ভুটানের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্দেশে শুভেচ্ছা বার্তা হিসেবে ফুলের তোড়া প্রতিনিধি দলের হাতে তুলে দেন।
পরে মির্জা ফখরুল Flowersটি নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকা খালেদা জিয়ার কাছে পৌঁছে দেন।
উল্লেখ্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি বর্তমানে হাসপাতালের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।