04/20/2025 ৯/১১ হামলার দায়মুক্তির সৌদি আবেদন খারিজ করে দিয়েছেন মার্কিন আদালতে
Mahbubur Rohman Polash
২৯ মার্চ ২০১৮ ১৭:৩৩
যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের টুইন টাওয়ারের হামলার সঙ্গে সৌদি আরবের সম্পৃক্ততার অভিযোগ তুলে নেয়ার আবেদন বুধবার খারিজ করে দিয়েছেন।
ম্যানহাটন ভিত্তিক বিচারক জর্জ ড্যানিয়েলস বলেন, সৌদি আরববের বিরুদ্ধে বাদীপক্ষের অভিযোগের গ্রহণযোগ্য ভিত্তি রয়েছে। খবর এএফপি’র।
৯/১১ হামলায় নিহতদের আত্মীয়রা বলেছেন, সৌদি আরব আল-কায়েদা ও ওসামা বিন লাদেনকে সহায়তা দিয়েছে।
ওই হামলায় প্রায় ৩ হাজার লোক প্রাণ হারায়। হামলাকারী ১৯ জনের মধ্যে ১৫ জনই ছিল সৌদি নাগরিক।
যদিও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এই দেশ এই অভিযোগ অস্বীকার করে আসছে।