11/26/2025 চট্টগ্রামে কাস্টমসের অভিযানে ৭ লাখ অবৈধ বিড়ি-সিগারেট জব্দ
odhikarpatra
২৫ November ২০২৫ ১১:৪৩
চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৫
চট্টগ্রামের পটিয়া উপজেলার মুনসেফ বাজারে বড় ধরনের অভিযানে ৭ লাখের বেশি নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি ও সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। সরকারের বিপুল রাজস্ব ফাঁকি দিয়ে পরিচালিত এই অবৈধ ব্যবসার সঙ্গে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে জড়িত বলে জানিয়েছে কাস্টমস।
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এই অভিযান পরিচালনা করে।
কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গিয়ে তারা পায়—
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে—
চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সহকারী কমিশনার মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ বলেন—
“অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও বিড়ি জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী এসব পণ্য জব্দ দেখিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নকল বিড়ি–সিগারেটের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অবৈধ মজুদ ও বিক্রি রোধে নিয়মিত অভিযান চলবে।”
নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি–সিগারেট বিক্রির ফলে—