11/26/2025 গায়িকা মারিয়া দে লা রোজাকে গুলি করে হত্যা — লস অ্যাঞ্জেলেসে গাড়ির ভেতর মিলল মরদেহ
odhikarpatra
২৫ November ২০২৫ ১৩:১৩
মারিয়া দে লা রোজা— ‘ডেলারোসা’ নামে পরিচিত জনপ্রিয় ল্যাতিন সংগীতশিল্পী— লস অ্যাঞ্জেলেসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। গত ২২ নভেম্বর নর্থরিজ এলাকার টাম্পা অ্যাভিনিউ সংলগ্ন ব্রায়ান্ট স্ট্রিটে পার্ক করা তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
মার্কিন ম্যাগাজিন পিপল–কে উদ্ধৃত করে লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১টা ২৫ মিনিটে একটি গাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রোজাসহ তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে। রোজা হাসপাতালে নেওয়ার পর মৃত্যু বরণ করেন, আর বাকি দু’জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন— দুই সন্দেহভাজন পুরুষ ব্রায়ান্ট স্ট্রিটে পার্ক করা গাড়িটির দিকে ধীরে ধীরে এগিয়ে এসে হঠাৎ একাধিক গুলি ছোড়ে। হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
পুলিশ জানায়, এখনো কোনো সন্দেহভাজনকে শনাক্ত বা আটক করা যায়নি। হত্যার উদ্দেশ্য, কারণ কিংবা ঘটনার পেছনের ব্যক্তিদের পরিচয়— কোনো কিছুই এখনও নিশ্চিত নয়।
ল্যাতিন সংগীত অঙ্গনে বেশ জনপ্রিয় ছিলেন মাত্র ২২ বছর বয়সী রোজা। তার আকস্মিক মৃত্যু ভক্ত ও সহশিল্পীদের মধ্যে শোকের ঢেউ তুলেছে।