11/26/2025 লন্ডনের আইএমও অধিবেশনে ‘সি’ ক্যাটাগরিতে সমর্থন চাইল বাংলাদেশ
odhikarpatra
২৫ November ২০২৫ ১৭:১৮
ঢাকা প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
২৫ নভেম্বর ২০২৫
আন্তর্জাতিক নৌ সংস্থা (আইএমও)-এর ৩৪তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে বক্তব্য রাখলেন নৌপরিবহন ও শ্রম–কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। লন্ডনে অনুষ্ঠিত এ বৈঠকে তিনি বাংলাদেশের নৌপরিবহন খাতে সাম্প্রতিক সাফল্য, উন্নয়ন এবং শিপ রিসাইক্লিং–শিপ বিল্ডিং খাতের দৃশ্যমান অগ্রগতি তুলে ধরেন।
এবারের অধিবেশনের মূল বিষয় ২০২৬–২৭ মেয়াদের কাউন্সিল নির্বাচন। সেখানে ‘সি’ ক্যাটাগরির সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছে বাংলাদেশ। উপদেষ্টা উপস্থিত ১৭৫ দেশের প্রতিনিধিদের বাংলাদেশকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উপদেষ্টা তার বক্তব্যে জানান—
তিনি আরও বলেন, বাংলাদেশের ২১ হাজারের বেশি নাবিক বিশ্বের বিভিন্ন বহরে কাজ করে দেশের সুনাম বৃদ্ধি করছেন।
উপদেষ্টা তার বক্তব্যে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের আধুনিকায়ন এবং দ্রুত ডিজিটালাইজেশনের চিত্র তুলে ধরেন। বিশেষভাবে নির্মাণাধীন মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দক্ষিণ এশিয়াকে বৈশ্বিক বাণিজ্যের সরাসরি রুটে যুক্ত করবে বলে উল্লেখ করেন।
বাংলাদেশ প্রতিবছর বিভিন্ন দেশের নাবিকদের জন্য ১০টি আন্তর্জাতিক বৃত্তি প্রদান করছে—এ তথ্যও তিনি শোনান প্রতিনিধিদের।
অধিবেশনের ফাঁকে তিনি—
উভয় দেশের মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
সারা অধিবেশনজুড়ে বিভিন্ন সাইড ইভেন্ট, নেটওয়ার্কিং ও আলোচনা সেশনে সক্রিয়ভাবে বাংলাদেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরা হচ্ছে।