11/25/2025 চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করতে হবে”—ঢাবি উপাচার্য
odhikarpatra
২৫ November ২০২৫ ১৭:৪৫
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, “চিকিৎসা পেশাকে সেবা হিসেবে গ্রহণ করতে হবে। মেডিকেল শিক্ষা ও সেবা মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ, যার মানোন্নয়নে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
মঙ্গলবার (২৫ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত ‘এমবিবিএস ও বিডিএস শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রিন্সিপালরা অংশ নেন।
উপাচার্য বলেন, দেশকে এগিয়ে নিতে আধুনিক, সময়োপযোগী মেডিকেল শিক্ষা জরুরি। এজন্য—
তিনি আরও বলেন, “উচ্চপর্যায়ের মেডিকেল শিক্ষায় যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, তা দূর করতে সংশ্লষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়াতে হবে এবং নীতি-নির্ধারকদের সঙ্গে ঘনিষ্ঠ মতবিনিময় জরুরি।”
সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহাম্মদ।
এছাড়া বক্তব্য দেন—
তারা সবাই মেডিকেল শিক্ষার মানোন্নয়নে সমন্বিত পদক্ষেপ, নীতিমালা হালনাগাদ এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
#ঢাবি #MedicalEducation #EMBBS #BDS #DhakaUniversity #HealthSector #OdhikarPatra