11/25/2025 দেশে ফিরেই সরাসরি কথা: ‘এখনই বাংলাদেশের জেতা সম্ভব না’—মিস ইউনিভার্সের অভিজ্ঞতা খুলে বললেন মিথিলা!”
odhikarpatra
২৫ November ২০২৫ ১৮:৪৭
ঢাকা | ২৫ নভেম্বর ২০২৫
থাইল্যান্ডে অনুষ্ঠিত মিস ইউনিভার্স ২০২৫ আসরের মূল মঞ্চে অংশ নিয়ে ১৯ দিন পর দেশে ফিরলেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। মঙ্গলবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি বলেন—
“এই মুহূর্তে বাংলাদেশের জন্য বিজয়ী হওয়া সম্ভব না। সেরা ৩০ চূড়ান্ত—এর বেশি ওরা দেবে না। বিজয়ী হতে হলে আমাদের আরও অনেক কাজ করতে হবে।”
মিথিলা জানান, সেরা ৩০-এ যারা উঠেছেন সবাইই মুকুট পাওয়ার মতো যোগ্য। “বাংলাদেশ থেকে প্রথমবার কেউ এত বড় মঞ্চে পজিশন পেল—এটাই আমাদের কাছে জয়,” বলেন তিনি।
তিনি আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশ থেকে যারা বিশ্বমঞ্চে অংশ নেবেন, তাদের যেকোনো সহযোগিতা দিতে তিনি প্রস্তুত।
সুইম স্যুট বিতর্ক ও মিথিলার প্রতিক্রিয়া:
দেশে থাকা কিছু মানুষ তার বিকিনি পরা ছবি নিয়ে সমালোচনা করলেও মিথিলা দৃঢ়ভাবে বলেন—
“মিস ইউনিভার্সে ক্লোজড-ডোর ইন্টারভিউ, ইভিনিং গাউন, ন্যাশনাল কস্টিউম, সুইম স্যুট—এই চারটি জিনিসেই মার্কিং হয়। এগুলো ঠিকমতো না করলে কেউ সেরা ৩০-এ যেতে পারবে না। আমি কোনোভাবেই দেশকে ছোট করিনি।”
মিথিলা জানান, নতুন করে দেশে ফেরার আগেই তিনি একটি সিনেমার অফার পেয়েছেন। পাশাপাশি তার অভিনীত ‘থার্সডে নাইট’ শর্টফিল্মও মুক্তির অপেক্ষায়।
প্রতিযোগিতা নিয়ে অতিরিক্ত উত্তেজনা:
আসরের শুরু থেকেই ‘মিস ইউনিভার্স ২০২৫’ ঘিরে ছিল নানা বিতর্ক। প্রতিযোগিতা শুরুর আগেই আয়োজকদের আচরণে অপমানিত হন মেক্সিকোর ফাতিমা বশ, যা নিয়ে প্রতিযোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। অবশেষে সব উত্তেজনা ও অভিযোগ পেছনে ফেলে বিজয়ী হন মাত্র ২৫ বছর বয়সী এই সমাজকর্মী।