11/26/2025 অবাধ নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি বিএনপির — নজরুল ইসলাম খানের মন্তব্যে আলোচনার ঝড়
odhikarpatra
২৫ November ২০২৫ ২২:৩৫
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
২৫ নভেম্বর ২০২৫
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে (ইসি) সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বিএনপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি সবসময় সহায়ক ভূমিকা পালন করবে। আচরণবিধি মেনে চলা থেকে নির্বাচন পরিচালনার পরিবেশ নিশ্চিত করা—সবক্ষেত্রেই আমরা সহযোগিতা করতে প্রস্তুত।”
নজরুল ইসলাম খান আরও বলেন, বহু নেতা-কর্মীর আত্মত্যাগ, নিখোঁজ হওয়া ও মামলা-হামলার মধ্য দিয়ে যে গণতন্ত্রের জন্য লড়াই চলছে, সেই লক্ষ্য অর্জনের পথ হলো অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন। বিএনপি তাই নির্বাচন প্রক্রিয়ায় দায়িত্বশীল ভূমিকা রাখতে চায় বলে তিনি উল্লেখ করেন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন—
ইসির পক্ষে উপস্থিত ছিলেন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
বর্তমানে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম চলছে। এ বিষয়ে বিএনপি বলেছে—প্রক্রিয়াটি আরও সময় বাড়ানো উচিত, বিশেষ করে দূরবর্তী এলাকায় থাকা কর্মীদের সুবিধার কথা বিবেচনা করে।
নজরুল ইসলাম খান জানান, যাদের এবার নিবন্ধন সম্ভব না, তাদের জন্য ভবিষ্যতে সুযোগ রাখা হবে বলে ইসি জানিয়েছে।
তিনি আরও বলেন—অনেক প্রবাসীর এনআইডি না থাকায় পাসপোর্টকে বিকল্প পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার প্রস্তাব দিয়েছে বিএনপি। পাসপোর্ট তথ্য স্থানীয়ভাবে যাচাই করা হলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
বৈঠকে জানানো হয়, গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় আইন চূড়ান্ত হয়েছে। বিএনপি এ অগ্রগতিকে ইতিবাচক বলেছে।
অবাধ নির্বাচনের সঙ্গে আইনশৃঙ্খলার সম্পর্কের কথা উল্লেখ করে দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়। নিরাপদ নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসিকে অনুরোধ জানায় বিএনপি।
একটি রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার বদলির বিষয়টি আলোচনায় এলে বিএনপি জানায়—এ বিষয়ে তাদের এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তারা যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টনকে গুরুত্ব দেয়।