11/26/2025 যবিপ্রবিতে রণক্ষেত্র! ইভটিজিংকে কেন্দ্র করে শিক্ষার্থী–স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ
odhikarpatra
২৫ November ২০২৫ ২২:৪১
ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
২৫ নভেম্বর ২০২৫
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এলাকায় ইভটিজিং ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও স্থানীয় দোকানিদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় মুহূর্তেই পুরো বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের অভিযোগ তুলে যবিপ্রবির শিক্ষার্থীরা বাজার এলাকার এক দোকানিকে ধরে মারধর করেন। এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানিরা।
তারা মসজিদের মাইকে ঘোষণা দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
দুই পক্ষের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া শুরু হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যবিপ্রবি সাংবাদিক সমিতির নেতারা জানান, রাত বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা আরও বাড়তে থাকে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন—
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।