11/26/2025 ৫ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা—জাতীয় নির্বাচন ও গণভোটে প্রস্তুত ইসি
odhikarpatra
২৫ November ২০২৫ ২৩:৪৮
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ৫ ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন,
তালিকা হাতে পেলেই কমিশন নির্বাচনী কার্যক্রম দ্রুত শুরু করবে। সচিব জানান, ব্যালট বাক্স, লক, সিল, কালি ও অন্যান্য সামগ্রী ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে এবং ১০টি জোনাল অফিসের মাধ্যমে শিগগিরই এগুলো জেলা-উপজেলায় বিতরণ করা হবে। এবার জাতীয় নির্বাচনের সাদা ব্যালট পেপারের পাশাপাশি গণভোটে রঙিন ব্যালট পেপার ব্যবহার করা হবে—
যাতে ভোটারদের বোঝায় সুবিধা হয়। এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোটদানের ব্যবস্থাও রাখা হয়েছে। সরকারি কর্মকর্তা, নির্বাচনী দায়িত্বে থাকা কর্মী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও ইন-কান্ট্রি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। বিদেশে পোস্টাল ভোটের নিবন্ধন ভালো সাড়া পাচ্ছে, বিশেষ করে উত্তর আমেরিকায়।
কর্তৃপক্ষ/সংশ্লিষ্টদের বক্তব্য: ইসি সচিব আখতার আহমেদ বলেন, “সব প্রস্তুতি সময়মতো শেষ হবে। প্রয়োজনে ২৯ নভেম্বর মক রিহার্সাল করা হবে।” আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “দেশের ইতিহাসে প্রথমবার প্রবাসীদের পোস্টাল ভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট—দুটি বড় ঘটনা ঘটতে যাচ্ছে। রাজনৈতিক দল, ভোটার ও মিডিয়ার ইতিবাচক সাড়া আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে।” তিনি জানান, গণভোট বিষয়ে জনগণকে সচেতন করতে সরকার ও নির্বাচন কমিশন আগামী দুই-তিন দিনের মধ্যেই ব্যাপক প্রচারণা চালাবে।
ইসি সচিব জানিয়েছেন, ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য ব্যালট পেপার, সরঞ্জাম ও প্রশিক্ষণ কার্যক্রমসহ সব প্রস্তুতি এগিয়ে চলছে। প্রবাসীদের জন্য এবার প্রথমবার পোস্টাল ভোটের ব্যবস্থা করা হয়েছে। --