11/26/2025 রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকারও নিতে পারে”—অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান
odhikarpatra
২৫ November ২০২৫ ২৩:৫৬
নিজস্ব প্রতিবেদক, অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৫ নভেম্বর ২০২৫
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান মনে করেন, রাজনৈতিক সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারও একইভাবে তা গ্রহণ করতে সক্ষম। মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন—
“যদি রাজনৈতিক সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে, এই অন্তর্বর্তীকালীন সরকারও একই সিদ্ধান্ত নিতে পারে। সরকার জনবিচ্ছিন্ন বা জনবিরোধী কোনো এজেন্ডা গ্রহণ করছে না। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, তাই স্বচ্ছতা ও পাবলিক পলিসি অনুযায়ী আমরা এগোচ্ছি।”
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া নিয়ে দায়ের করা রিট মামলার চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ৪ ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন।
রিটে আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন, আহসানুল করিম ও কায়সার কামাল, রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, “একটি দেশ যেই সরকারকে নির্বাচিত করেনি, সেই সরকার দেশের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না।”
রিট আবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয়, তাই ডিপি ওয়ার্ল্ডকে বন্দর পরিচালনার অধিকার দেওয়ার প্রক্রিয়া সীমাবদ্ধ। আইনজীবী কায়সার কামাল বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন আইন ভঙ্গ করে এই ধারাবাহিকতাটি রক্ষা করতে চাচ্ছে।”
আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন উল্লেখ করেছেন, “চট্টগ্রাম বন্দর জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত। যদি বিদেশিরা এখানে আসে, sensitive তথ্য জানা যাবে। তাই অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা বিবেচনা করে সরকারের পদক্ষেপ হতে হবে।”
অ্যাটর্নি জেনারেল বলেন, “এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একটি কোম্পানির সঙ্গে প্রাথমিক কথাবার্তা চলছে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অপরিণত পর্যায়ে জুডিশিয়াল রিভিউ গ্রহণযোগ্য নয়।”
রিটের প্রাথমিক শুনানি ৩০ জুলাই হয় এবং আজকের শুনানির পর হাইকোর্ট ৪ ডিসেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন।
#চট্টগ্রামবন্দর #ডিপিওয়ার্ল্ড #হাইকোর্ট #অ্যাটর্নিজেনারেল #অন্তর্বর্তীসরকার #BangladeshNews #অধিকারপত্র #BreakingNews