11/26/2025 কুবির রেইগনিটের দাপট! চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় সব দলকে হারিয়ে চ্যাম্পিয়ন
odhikarpatra
২৫ November ২০২৫ ২৩:৫৮
চট্টগ্রাম, ২৫ নভেম্বর ২০২৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেধাবী শিক্ষার্থীদের গড়া টিম ‘রেইগনিট’ চট্টগ্রাম বিভাগীয় ‘আন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিটিটিভ প্রোগ্রামিং প্রতিযোগিতা–২০২৫’-এ চ্যাম্পিয়ন হয়েছে। চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের আয়োজনে মঙ্গলবার সারাদিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মূল তথ্য
প্রতিযোগিতায় কুবির মোট ৮টি দল অংশ নেয়। এর মধ্যে তিন সদস্যের টিম ‘রেইগনিট’ সবার ওপরে উঠে চ্যাম্পিয়ন হয়। দলের সদস্যরা হলেন—
চট্টগ্রাম বিভাগের ১৩টি সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪০টিরও বেশি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়। চুয়েট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ প্রখ্যাত প্রতিষ্ঠানগুলো এতে প্রতিদ্বন্দ্বিতা করে।
চ্যাম্পিয়ন দলের প্রতিক্রিয়া
টিম লিডার মেহেদি হাসান খান বলেন—
“আল্লাহ আমাদের সহায় ছিলেন। আমরা তুলনামূলক নতুন দল, আগের কয়েকটি কনটেস্টে ফল ভালো ছিল না। এই জয় আমাদের জন্য বড় প্রেরণা। আইসিপিসি ঢাকা রিজিয়নাল ২০২৫-এর আগেই আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল। ইনশাআল্লাহ বড় মঞ্চে আরও ভালো করার চেষ্টা করব।”
আয়োজকরা জানান, আগামী ২৯ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হবে।