11/28/2025 সিরাজদিখানে বিএনপির আলোচনা সভা ও লিফলেট বিতরণ | রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচির প্রচার
odhikarpatra
২৬ November ২০২৫ ২১:০৯
নিজস্ব প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে তুলে ধরতে ও ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে লতব্দী ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন ভাষানচর বেপারী বাড়ি প্রাঙ্গণে এ আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাফিজ বেপারী।
সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর–সিরাজদিখান) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার।
সভায় আরও বক্তব্য দেন—
আলোচনা সভায় বক্তারা বলেন, ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নই দেশের রাজনীতি ও প্রশাসনে সত্যিকারের পরিবর্তন আনবে। একই সঙ্গে জনগণের অধিকার পুনরুদ্ধারে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান তারা।