11/28/2025 আগামী শনিবার শেরেবাংলা নগরে পূর্ণাঙ্গ মক ভোটিং; একই কেন্দ্রে সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে পরিচালনার সক্ষমতা যাচাই করবে নির্বাচন কমিশন।
odhikarpatra
২৬ November ২০২৫ ২১:৩৫
স্টাফ রিপোর্টার
ঢাকা, ২৬ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট **একই দিনে আয়োজনের প্রস্তুতি** অনেকটাই সম্পন্ন—এমনটাই জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, বহু আগেই কমিশন ধারণা পেয়েছিল যে নির্বাচন ও গণভোট একই দিনে হতে পারে, তাই মানসিক প্রস্তুতি থেকে শুরু করে প্রাথমিক কাজ—সবই আগে থেকেই এগিয়ে রাখা হয়েছিল।
বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন,
দায়িত্বের আভাস পেলেই প্রস্তুতি শুরু হয়। আমাদেরও সেই আগাম প্রস্তুতি ছিল। পাশাপাশি প্রয়োজনীয় কাজগুলোও আমরা আগে থেকেই করে রেখেছি।”**
শনিবার পূর্ণাঙ্গ “ডুয়াল ভোটিং” রিহার্সাল
সচিব জানান, আগামী **শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা** পর্যন্ত শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দেশের প্রথম পূর্ণাঙ্গ **মক ভোটিং**, যেখানে একই কেন্দ্রে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট—উভয়ই অনুশীলন করা হবে।
তিনি বলেন,
একই দিনে দুই ধরনের ভোট পরিচালনা করতে গেলে কিছু সমন্বয় প্রয়োজন হতে পারে। বাস্তবতা যাচাই করতেই আমরা এই রিহার্সালের আয়োজন করেছি।”
কোন কোন বিষয় পরীক্ষা করবে ইসি?
মক ভোটিংয়ের মাধ্যমে কমিশন যাচাই করবে—
কেন্দ্রের সংখ্যা বাড়ানো দরকার কি না
* ভোটকক্ষ বাড়বে নাকি কমবে
* ভোটার ব্যবস্থাপনা কীভাবে আরও সমন্বিত করা যায়
* দুই ধরনের ব্যালট একসঙ্গে পরিচালনায় কত সময় লাগে
ভোটগ্রহণ কর্মকর্তাদের কাজের চাপ কীভাবে ভারসাম্য করা যায়
* কেন্দ্র পরিচালনায় অতিরিক্ত সম্পদ প্রয়োজন কি না
আখতার আহমেদ বলেন,
“আমরা চাই পুরো প্রক্রিয়াটা নিখুঁত হোক। রিহার্সাল থেকে পাওয়া অভিজ্ঞতা পরবর্তী সিদ্ধান্তে বড় ভূমিকা রাখবে।”
তিনি সংবাদকর্মীদের রিহার্সালটি কভার করারও আমন্ত্রণ জানান।
ইসির অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতি
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, **২৯ নভেম্বরের** মক ভোটিংয়ে সকল শ্রেণির ভোটার অংশ নিতে পারবেন।
এছাড়া নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ সহ কমিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।