11/27/2025 জাতীয় নির্বাচনে অশুভ শক্তির নীলনকশা প্রতিহত করবে জনগণ: ফখরুল ইসলাম আলমগীর
odhikarpatra
২৬ November ২০২৫ ২৩:৪৯
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, “একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।”
বুধবার সন্ধ্যায় রানীরবন্দর সুইহারী বাজারে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি বলেন—
জনগণের শক্তিতে সব ষড়যন্ত্র ভেসে যাবে।
ফখরুল বলেন, ওই দলের বক্তব্যেই প্রমাণ—একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে নাকি ‘জেনোসাইড’ হবে। তিনি উদ্ধৃতি দিয়ে বলেন, “জেনোসাইড মানে গণহত্যা, আর ১৯৭১ সালে যারা গণহত্যায় সহযোগী ছিল, আজ তারাই এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন,
“দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই।”
দিনাজপুর–৪ আসনে বিএনপির প্রার্থী আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর–৪ আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আখতারুজ্জামান মিয়া। উপস্থিত ছিলেন—
আমিনুল ইসলাম চৌধুরী বিএসসি, সাইদ আহমেদ সেলিম বুলবুল, সফিকুল ইসলাম, রবিউল আলম তুহিন, সাখাওয়াত হোসেন লিটন, নুর আলম সরকার দুলু ও মমিনুল ইসলাম।