11/28/2025 দ্রুত সেতু নির্মাণ, গ্যাসের স্থানীয় ব্যবহার, মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়সহ ছয় দফা আদায়ে
odhikarpatra
২৭ November ২০২৫ ২১:০৬
ভোলা–বরিশাল সেতুসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে দ্বীপজেলা
সারাদেশ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫
ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ ছয় দফা দাবিতে ভোলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ভোলা শহরের যুগিরঘোল এলাকায় হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার সামনে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকদের দাবি, বরিশালের সঙ্গে সহজ ও দ্রুত যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে বহুদিন ধরে ভোলাবাসী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সরকারি আশ্বাসের পরও দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় হতাশা বাড়ছে মানুষের মাঝে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. আব্বাছউদ্দিন। বক্তব্য দেন ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুল হক চৌধুরী, জ্যেষ্ঠ শিক্ষক ফজলুর রহমান, সহকারী শিক্ষক আনোয়ার হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন—
তাদের অভিযোগ, সরকারি উপদেষ্টা, সচিব ও প্রধান উপদেষ্টার একান্ত সহকারী ভোলাবাসীকে বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন নেই।
গত দুই বছর ধরে ভোলার মানুষ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন। সর্বশেষ ১১ নভেম্বর চরফ্যাশন এলাকার ১৯ যুবক হেঁটে এবং নদী সাঁতরে ঢাকায় যান ও বর্তমানে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
পর্যায়ক্রমে:
সব মিলিয়ে ভোলাবাসী দাবি বাস্তবায়নের বিষয়ে এখন আরও অবিচল ও দৃঢ় অবস্থানে।
#BholaBarishalBridge #BholaProtest #SixPointDemand #Odhikarpatra #NationalNews #BholaGasIssue #PublicMovement