11/28/2025 যুক্তরাজ্যে প্রবাসী সমাজের প্রিয়মুখ আলহাজ্ব গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়ার স্মৃতিতে আবেগঘন আয়োজন
odhikarpatra
২৮ November ২০২৫ ০২:৪৩
অনলাইন ডেস্ক | বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নন্দিত ব্যক্তিত্ব, সমাজসেবক ও প্রবীণ রাজনৈতিক নেতা প্রয়াত আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জি এম) মাহমুদ মিয়া–কে স্মরণে আয়োজিত নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল হয়ে উঠেছে এক হৃদয়ভরা আবেগের আয়োজন। ২৬ নভেম্বর বার্মিংহামের স্থানীয় কমিউনিটি, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত নাগরিক কমিটির উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন—কানাডা, যুক্তরাজ্য এবং বাংলাদেশ—এই তিন দেশের বাংলাদেশি কমিউনিটির সেবায় তাঁর অবদান তুলনাহীন। কানাডায় নতুন ইমিগ্র্যান্টদের সহায়তায় তিনি ছিলেন এক নির্ভরতার নাম। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি দেখিয়েছেন সততা, মানবিকতা, নেতৃত্বগুণ ও সমাজের প্রতি অগাধ দায়িত্ববোধ।
বাংলা ভাষা ও সংস্কৃতি রক্ষায় তাঁর উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয় স্মরণসভায়। বিশেষ করে কানাডা বাংলা স্কুল প্রতিষ্ঠা এবং শিশু-কিশোরদের মাঝে বাংলা চর্চা ছড়িয়ে দেওয়ার ভূমিকা বক্তাদের বক্তব্যে পুনঃপুন স্মরণ করা হয়।

সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজিত স্মরণসভায় বার্মিংহাম ছাড়াও ওয়েলস, কার্ডিফ, লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত প্রায় দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। দীর্ঘ স্মৃতিচারণেও কারো মধ্যে ক্লান্তির ছাপ ছিল না—প্রত্যেকের কণ্ঠে ছিল মাহমুদ মিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ইউসুফ ও মোস্তফা। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন বার্মিংহাম জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম মাওলানা সিদ্দিক আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্মিংহাম মাল্টিপার্পাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু।
স্বাগত বক্তব্য রাখেন ইউকেবিসিসিআই সভাপতি ড. এমজি মৌলা মিয়া এমবিই।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন কমরেড মসুদ আহমেদ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বাংলা প্রেসক্লাব বার্মিংহাম-মিডল্যান্ডস সভাপতি মোহাম্মদ মারুফ।
এ ছাড়া স্মৃতিচারণ করেন:
প্রয়াত মাহমুদ মিয়া ছিলেন:
মৌলভীবাজার জেলার বালিকান্দি গ্রামের কৃতিময় সন্তান, সিলেট বিভাগের গর্ব এই প্রবাসী নেতা ২৪ অক্টোবর রাত ১২টা ১৪ মিনিটে ইন্তেকাল করেন।
২৭ অক্টোবর বার্মিংহাম সেন্ট্রাল মসজিদে জানাজা শেষে তাঁকে বর্মিংহাম কবরস্থানে দাফন করা হয়। হাজারো মানুষের চোখের অশ্রুতে তিনি বিদায় নেন।
প্রবাসীদের ভাষায়—
“মানবতার সেবায় তাঁর কর্মযজ্ঞ প্রবাসী সমাজকে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রাণিত করবে।”
মোহাম্মদ সাফওয়ান মনসুর,
বার্মিংহাম, যুক্তরাজ্য
২৭ নভেম্বর ২০২৫