12/01/2025 সরকার-বিরোধী ইউটিউব কনটেন্টই ছিল প্রধান লক্ষ্য—গুগলের স্বচ্ছতা প্রতিবেদনে উঠে এলো নতুন তথ্য
odhikarpatra
২৮ November ২০২৫ ২০:৪৭
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫: বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল (অ্যালফাবেট) ২০২৫ সালের জানুয়ারি–জুন সময়কালের স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে উঠে এসেছে—এ ছয় মাসে অন্তর্বর্তী সরকার গুগলের কাছে মোট ২৭৯টি কনটেন্ট রিমুভাল রিকোয়েস্ট পাঠিয়েছে, যার মধ্যে অধিকাংশই ছিল সরকার-সমালোচনামূলক কনটেন্ট সরানোর দাবি।
২০২৪ সালের প্রথম ছয় মাসে আওয়ামী লীগ সরকারের সময়ে অনুরোধ ছিল ৩৩৭টি, আর সরানোর জন্য পাঠানো আইটেম ছিল ৪,৪৭০টি।
কিন্তু বর্তমান সরকারের সময়ে অনুরোধ সংখ্যা কম হলেও সমালোচনামূলক কনটেন্ট সরানোর প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
গুগলের প্রতিবেদনে দেখা যায়—
সব ১৮১টি সমালোচনামূলক কনটেন্টই ছিল ইউটিউবের ভিডিও।
এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি রিমুভাল রিকোয়েস্ট পাঠিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বাংলাদেশ থেকে পাঠানো অনুরোধগুলোর বিশ্লেষণে গুগলের পর্যবেক্ষণ:
কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করায় ইউটিউব বাংলাদেশ থেকে ৬,২১,৬৫৫টি ভিডিও সরিয়েছে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে সাইবার নিরাপত্তা আইন বাতিল করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে।
এর ধারা ৮ অনুযায়ী—বিটিআরসি সামাজিক মাধ্যমকে কনটেন্ট ব্লক করতে অনুরোধ করতে পারে।
সরকার বলেছে—যে কনটেন্ট ব্লক হবে, সেটির তথ্য স্বচ্ছতার স্বার্থে জনসমক্ষে প্রকাশ করা হবে।
তবে এখনো পর্যন্ত এ ধরনের তালিকা প্রকাশ করা হয়নি।
ডিজিটালি রাইটের ব্যবস্থাপনা পরিচালক মিরাজ আহমেদ চৌধুরী বলেন—
“নতুন অধ্যাদেশ অনুযায়ী তথ্য প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। এটি প্রকাশ পেলে