11/29/2025 খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে
odhikarpatra
২৮ November ২০২৫ ২৩:২৩
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণে খালেদা জিয়ার অবস্থা আরও জটিল আকার ধারণ করেছে।
আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। দোয়া শেষে মির্জা ফখরুল বলেন,
“গতকাল রাতে ডাক্তাররা জানিয়েছেন—বেগম জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়।”
তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম। তিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, জেল খেটেছেন এবং নানা নির্যাতনের শিকার হয়েছেন। এখন তিনি আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দল ও দেশের মানুষের পক্ষ থেকে তাঁর রোগমুক্তির জন্য দোয়া করা হচ্ছে।
এ সময় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সারা দেশের মসজিদে বিএনপি আজ বাদ জুমায় দোয়ার আয়োজন করেছে।
■ খালেদা জিয়ার শারীরিক জটিলতা
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস এবং কিডনির জটিলতাসহ বহুবিধ শারীরিক সমস্যায় ভুগছেন।
গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে।
চলতি বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান এবং দীর্ঘ ১১৭ দিন সেখানে অবস্থান শেষে ৬ মে দেশে ফেরেন। এর পর থেকে বিভিন্ন জটিলতায় তাঁকে একাধিকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে।