11/29/2025 জামায়াতে ইসলামী আমীর হিসেবে ২০২৬–২০২৮ মেয়াদে দায়িত্ব নিলেন ডা. শফিকুর রহমান | শপথ অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিতি
odhikarpatra
২৯ November ২০২৫ ০০:০০
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ : বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬–২০২৮ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত আমীর ডা. শফিকুর রহমান আজ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রাজধানীতে অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানে ইসলামী ও জাতীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যা আনে বিশেষ গুরুত্ব।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠানের সূচনা করেন জামায়াতের অভ্যন্তরীণ প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মা’ছুম। পবিত্র কুরআন তিলাওয়াত করেন বান্দরবান জেলা আমীর মাওলানা আব্দুস সালাম আযাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
এ ছাড়া জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, মজলিসে শূরা ও বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে ডা. শফিকুর রহমান বিনম্র কণ্ঠে বলেন—
“আমি এই দায়িত্বের উপযুক্ত নই। আপনারা সমালোচনা করবেন, ভুল দেখলে সংশোধন করবেন—আল্লাহ যেন আমাকে তা গ্রহণ করার তাওফিক দেন।”
তিনি বলেন,
ডা. শফিকুর রহমান আশা প্রকাশ করেন—
“আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন আল্লাহর রহমতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হোক।”
তিনি আরও বলেন—
তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন—
“ভবিষ্যতেও তারা জাতীয় স্বার্থে ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”