12/04/2025 তারেক রহমান ভোটার নন, তবে সিদ্ধান্ত নিলে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে পারে ইসি | নির্বাচন কমিশনের স্পষ্ট ব্যাখ্যা
odhikarpatra
১ December ২০২৫ ২১:০৭
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ভোটার হিসেবে নিবন্ধিত নন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তবে ইসি চাইলে তাকে ভোটার হিসেবে নিবন্ধন ও প্রার্থী হওয়ার অনুমতি দিতে পারে বলেও জানান তিনি। এ বিষয়ে ইসির আইনগত এখতিয়ার রয়েছে।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব তথ্য দেন তিনি।
জ্যেষ্ঠ সচিব বলেন, ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, কেবল তাঁরাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এরপর কেউ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেও তারা নির্বাচনে ভোট দিতে পারবেন না।
তিনি আরও জানান, জাতীয় পরিচয়পত্রের সাতটি তথ্য—নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্মতারিখ, ভোটার ঠিকানা ও ছবি—বর্তমানে সংশোধনের সুযোগ নেই। তবে নতুন এনআইডি নিবন্ধন কার্যক্রম নিয়মিত চলছে।
তারেক রহমান ভোটার হয়েছেন কি না—এ প্রশ্নে আহমেদ বলেন, “আমার যতদূর জানা, তিনি এখনো ভোটার হননি।”
আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারবেন কি না—এমন প্রশ্নে তিনি বলেন,
“পারতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়। আইনে ইসির সে ক্ষমতা রয়েছে।”
#TareqRahman #BNP #ElectionCommissionBD #BangladeshPolitics #NationalElection2025 #ECSecy #Odhikarpatra #BreakingNewsBD