12/04/2025 ভিভিআইপি ঘোষণা শুধুই খালেদা জিয়ার জন্য, পরিবারকে নয় — সরকার নিশ্চিত করল পরিবেশ উপদেষ্টা
odhikarpatra
৪ December ২০২৫ ১৯:৩৬
জাতীয় ডেস্ক | বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে ঘোষণা পাওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা এখন থেকে দেখভাল করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। তবে এই সুবিধা শুধুমাত্র খালেদা জিয়ার ব্যক্তিগত জন্য, পরিবারের কোনো সদস্য—এমনকি তারেক রহমানও—এটি পাবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন—
“গেজেট অনুযায়ী শুধু খালেদা জিয়াই এসএসএফ সুবিধা পাবেন। জিয়া পরিবারের অন্য কেউ এ সুবিধা পাবেন না।”
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতের পরই তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন—
“খালেদা জিয়ার পরিবার বিদেশে নিতে চাইলে সরকারের সব প্রস্তুতি রয়েছে। প্রয়োজন হলে আরও সহযোগিতা দেওয়া হবে।”
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় লন্ডনে থাকা তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি আবার আলোচনায় এসেছে।
তবে নিজের দেশে ফেরার বিষয়ে তিনি ফেসবুকে লিখেছেন—
“এটা আমার একক নিয়ন্ত্রণাধীন নয়।”
সরকার বলেছে, তার ফেরায় কোনো বাধা নেই; তিনি চাইলে সহায়তা দেওয়া হবে।
এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তিনি আবেদন করলে তা ইস্যু করা হবে।
#খালেদাজিয়া #এসএসএফনিরাপত্তা #BNP #তারেকরহমান #বাংলাদেশরাজনীতি #OdhikarPatra