12/06/2025 বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে ট্রাকচালক নিহত: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
odhikarpatra
৬ December ২০২৫ ০০:৫২
ঢাকা | ৬ ডিসেম্বর ২০২৫
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মালবাহী ট্রাকচালক হোসেন নিহত হওয়ার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
২০২৪ সালের জুলাইয়ে তীব্র ছাত্র আন্দোলন দমনে উচ্চপর্যায়ের রাজনৈতিক নেতৃত্বের উসকানিমূলক বক্তব্য ও নির্দেশে গুলিবর্ষণের মাধ্যমে এই ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আকরামুজ্জামান চার্জশিটে এসব তথ্য উল্লেখ করেন।
২০২৪ সালের ১৯ জুলাই দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ঢাকায় কারফিউ জারি ছিল।
মালবাহী ট্রাকচালক হোসেন (২৫) গাবতলী থেকে বাসায় ফেরার পথে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে হঠাৎ কয়েকজন অস্ত্রধারী আক্রমণ করে বলে চার্জশিটে উল্লেখ আছে।
এসময় গুলিবিদ্ধ হন তিনজন:
ঘটনাস্থলেই মারা যান হোসেন।
তদন্তে উঠে এসেছে—
২০২৪ সালের ৩১ আগস্ট নিহত হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
এক বছরের বেশি সময় ধরে তদন্ত শেষে ২৩ নভেম্বর ২০২৫ তারিখে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়।
চার্জশিটে ৩০২/৩৪, ১৪৩, ১৪৭, ১৪৮, ১৪৯, ১০৯, ১২০-খ, ৩২৪, ৩২৬, ৩০৭, ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
চার্জশিট গ্রহণের পর মামলাটি বিচার প্রক্রিয়ার পরবর্তী ধাপে অগ্রসর হবে।
রাষ্ট্রপক্ষ বলছে, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ডের একটি স্পষ্ট উদাহরণ।”
অন্যদিকে চার্জশিটভুক্ত ব্যক্তিদের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
#ঢাকা #বৈষম্যবিরোধীআন্দোলন #শেখহাসিনা #চার্জশিট #ট্রাকচালকহত্যা #ট্রাকচালকহত্যা #OdhikarPatra