12/06/2025 Messi World Cup 2026 News: লিওনেল মেসির চোখে বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ ও অভিজ্ঞতা
odhikarpatra
৬ December ২০২৫ ১৫:৫১
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ফুটবল–দুনিয়ায় রেকর্ডের পর রেকর্ড গড়া লিওনেল মেসি জানালেন—সংখ্যা নয়, মাঠে খেলাই তাঁর আসল ভালোবাসা। সামনে ছয়তম বিশ্বকাপ খেলার সম্ভাবনা থাকলেও নিশ্চিত নন তিনি। তবে সুযোগ পেলে আর্জেন্টিনার হয়ে ট্রফি ধরে রাখার লড়াই করবেন বলে জানালেন ইএসপিএন আর্জেন্টিনাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে।
মেসির কথায়, বিশ্বকাপ এমন একটি প্রতিযোগিতা যেখানে ছোট্ট একটি ভুলেই সব শেষ।
তিনি বলেন—
মেসির মতে, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল, জার্মানি—সব দলেরই ট্রফি জয়ের ক্ষুধা প্রচণ্ড। তাই চ্যাম্পিয়নদের যে কোনো ম্যাচই সবচেয়ে কঠিন।
মেসি জানালেন—
“আশা করি বিশ্বকাপে থাকব। না খেললেও দর্শক হিসেবে হলেও মাঠে উপস্থিত থাকব। সেটাও আমার জন্য বিশেষ কিছু।”
মায়ামিতে নতুন মৌসুম শুরুর সময়সূচি তাঁর জন্য সুবিধাজনক বলেও জানান তিনি। এতে অতিরিক্ত ক্লান্তি ছাড়াই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন।
তিনি মনে করেন—
৮৯০ গোল, ৪৭ ট্রফি… তার পরও মেসি বলছেন—
“আমি পরিসংখ্যান পছন্দ করি না। আমি সংখ্যার জন্য খেলি না। ৯১ গোলও করেছি, কিন্তু ওই সংখ্যার জন্য আমি মাঠে নামিনি।”
তিনি জানান, ক্যারিয়ারের সেরা বছর বেছে নেওয়া কঠিন—জাতীয় দলে কোপার ফাইনাল, বার্সেলোনার জয়ের মুহূর্ত—সবই তাঁর কাছে বিশেষ।
মেসি জানান—
তিনি বিশ্বাস করেন, নতুন মৌসুমেও ভালো খেলতে পারবেন।