12/07/2025 কক্সবাজারের চকরিয়ায় নারী সমাবেশে সালাহউদ্দিনের অভিযোগ— গণতন্ত্রের মুখোশে একদলীয় শাসন চালু করেছিলেন শেখ হাসিনা
odhikarpatra
৭ December ২০২৫ ০০:৩০
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগরে বিএনপি আয়োজন করা এক নারী সমাবেশে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের মুখোশ পরিয়ে শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করেছিলেন। তাঁর দাবি, সাংবিধানিক কাঠামো থাকলেও বাস্তবে দেশে ছিল একদলীয় শাসন।
তিনি বলেন, "বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে।"
এ সময় তিনি নিজের নির্বাসিত জীবনের প্রসঙ্গ টেনে আরও বলেন, "ফ্যাসিস্ট হাসিনা আমাকে হত্যার উদ্দেশ্যে গুম করেছিলেন। আপনাদের দোয়ার কারণেই আমি বেঁচে আছি।"
সালাহউদ্দিন জানান, দেশ এখন ‘গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে’। আশা প্রকাশ করে বলেন, আগামী সপ্তাহেই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি প্রশ্ন রাখেন, যে নেতারা ‘সহায়–সম্পদ নিয়ে পালিয়ে গিয়েছেন’, সেই দলের প্রতি এখনো সমর্থন রাখার যুক্তি কী? তিনি সবাইকে গণতন্ত্রের পথে ফিরে আসার আহ্বান জানান।
কয়েক দিনের মধ্যেই বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, এটি হবে “গণতন্ত্র ও বাংলাদেশের অধিকার বাস্তবায়নের সনদ”।
দিনব্যাপী তিনি কৈয়ারবিল, কাকারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং আটটি পথসভায় বক্তব্য দেন। বিকেলে তিনি ২০১৩ সালে নিহত ছাত্রদল কর্মী মোহাম্মদ মিজানের কবর জিয়ারত করেন।