12/09/2025 ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী তিন অধ্যাপকের ছয় পদ থেকে পদত্যাগ—কমিটিতে প্রভাবশালী পরিবর্তন
odhikarpatra
৭ December ২০২৫ ২০:০৪
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | ৭ ডিসেম্বর ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব থেকে একযোগে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী হিসেবে পরিচিত তিন সিনিয়র শিক্ষক। রোববার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আলাদা তিনটি পদত্যাগপত্র জমা দিয়ে মোট ছয়টি পদ থেকে সরে দাঁড়ান তারা।
পদত্যাগকারী শিক্ষকরা হলেন—
পদত্যাগপত্র সূত্রে জানা যায়—
অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন,
“কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, তাই পদত্যাগ করলাম।”
তবে তিনি জানান, তিনি এখনও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন,
“বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে ভিসি স্যার একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। আমাদের দলের স্বার্থে আমরা এসব পদে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না।”
অধ্যাপক ড. মতিনুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।