12/09/2025 শাবিপ্রবি শাকসু নির্বাচন বয়কট: ছাত্র ইউনিয়নের অভিযোগ, প্রশাসন ও কমিশনের পক্ষপাত – শিবির সমর্থিত ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা
odhikarpatra
৭ December ২০২৫ ২৩:৫৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনকে ঘিরে উত্তেজনা আরও বাড়লো—কারণ নানা অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শাবিপ্রবি সংসদ।
রোববার বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের শাবিপ্রবি শাখার সংগঠক নাজনীন লিজা। তিনি জানান, চলমান নির্বাচনী প্রক্রিয়া “সম্পূর্ণ অবিশ্বস্ত, অস্বচ্ছ ও প্রশ্নবিদ্ধ”।
নাজনীন লিজা বলেন,
তিনি আরও অভিযোগ করেন, ছাত্র ইউনিয়নের প্রার্থীদের ভোট সংখ্যা আগেই “নির্ধারণ করে দেওয়া” হয়েছে, যা তিনি “চরম ঔদ্ধত্য” বলে উল্লেখ করেন।
সংগঠনের সম্ভাব্য প্রার্থীদের বিরুদ্ধে হুমকি–ধমকি, ক্যাটকলিং, মব উসকানি বেড়ে গেছে বলে দাবি করেন ছাত্র ইউনিয়নের নেতারা। অভিযোগ করা হয়, এসব বিষয় প্রশাসনের দৃষ্টিতে আনলেও তারা কার্যত নীরব থেকেছে।
এ ছাড়া বাউল নির্যাতনের প্রতিবাদে ‘বাউলসন্ধ্যা’ আয়োজন বন্ধ করে দেওয়া হলেও প্রশাসনসমর্থিত গোষ্ঠীর অনুষ্ঠান চলেছে—যা ছাত্র ইউনিয়নের ভাষায় “সাংস্কৃতিক বঞ্চনা ও রাজনৈতিক নিয়ন্ত্রণের প্রকাশ”।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক জুবায়ের জুয়েল ও প্রান্তিক দীপম।
সহ–উপাচার্য সাজেদুল করিম বলেন, “লিখিত অভিযোগ পেলে যাচাই করে দেখব।” প্রধান নির্বাচন কমিশনার ও মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
একইদিন কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে শাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঘোষণা করা হয়।
প্যানেলের তিন শীর্ষ পদে প্রার্থী:
এ ছাড়া ২৩টি পদেই শিবির সমর্থিত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান, শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার ও সেক্রেটারি মাসুদ রানা (তুহিন)।