12/10/2025 লা লিগায় রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ২০০৬ সালের পর প্রথমবার সেল্তা ভিগোর দুর্দান্ত ২-০ গোলের জয়
odhikarpatra
৮ December ২০২৫ ১১:৪৪
স্পোর্টস ডেস্ক │ অধিকার পত্র ডটকম
সান্তিয়াগো বের্নাবেউ যেন রোববার রাতে পরিণত হয়েছিল সেল্তা ভিগোর উৎসবমুখর মঞ্চে। ম্যাচজুড়ে ছন্দহীন রিয়াল মাদ্রিদ, মিসের পর মিস এমবাপে-ভিনিসিউসদের। আর সেই সুযোগকেই কাজে লাগিয়ে ভিলিয়তের দুই গোলেতে ২–০ ব্যবধানে শাবি আলোন্সোর দলকে বিদ্ধস্ত করলো সেল্তা ভিগো।
এটাই ২০০৬ সালের পর রিয়ালের মাঠে সেল্তার প্রথম জয়—আর ২২ ম্যাচ পর লা লিগায় রিয়ালকে হারানোর স্বাদ!
প্রথমার্ধ থেকেই রিয়াল ছিল অস্বস্তিতে। মাঝমাঠে অস্থিরতা, ডিফেন্সে চোট—এদের মিলিতাও প্রথমার্ধেই ছিটকে যান।
একাধিক দারুণ সুযোগ পেয়েও এমবাপে-ভিনিসিউসরা বারবার ব্যর্থ।
৫৩তম মিনিটে বদলি নেমেই ভিলিয়ত ব্যাকহিল ফ্লিকে চোখ ধাঁধানো গোল করেন।
যোগ করা সময়ে ইয়াগো আসপাসের পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে দ্বিতীয় গোল করেন তিনি—জয় নিশ্চিত!
| দল | পয়েন্ট | অবস্থান |
|---|---|---|
| বার্সেলোনা | ৪০ | ১ম |
| রিয়াল মাদ্রিদ | ৩৬ | ২য় |
| সেল্তা ভিগো | ১৯ | ১০ম |
বার্সেলোনার সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হারালো রিয়াল।
রিয়াল মাদ্রিদ আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কঠিন পরীক্ষায় নামবে।