12/09/2025 বরিশালে মাদ্রাসা শিক্ষক তিন বছর ধরে শিক্ষার্থীকে বলাৎকার—হাতেনাতে ধরা পড়ে গ্রেপ্তার
odhikarpatra
৯ December ২০২৫ ০৫:৩৩
বরিশাল, ৮ ডিসেম্বর ২০২৫
বরিশালে টানা তিন বছর ধরে ১৩ বছর বয়সি এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৭ ডিসেম্বর) রাতে আমানতগঞ্জ এলাকার একটি মাদ্রাসা থেকে হাতেনাতে ধরা পড়ে গণধোলাইয়ের পর তাকে পুলিশের হাতে তুলে দেন ভুক্তভোগীর স্বজনরা।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার শিক্ষককে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত শিক্ষক হাফেজ রেজাউল করীম, পেশায় হিফজ বিভাগের শিক্ষক। তিনি নগরীর আমানতগঞ্জ এলাকার একটি মাদ্রাসায় কর্মরত এবং বাড়ি বরিশালের সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগরে।
কর্তৃপক্ষের বক্তব্য
কাউনিয়া থানার ওসি রফিকুল ইসলাম কেলা জানিয়েছেন, ভুক্তভোগী শিশুর মামা বাদী হয়ে থানায় মামলা করেছেন। ওই মামলার ভিত্তিতে রেজাউল করীমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, শিশুটিকে ১০ বছর বয়স থেকে বিভিন্ন সময়ে নিয়মিতভাবে বলাৎকার করতেন শিক্ষক। সর্বশেষ রোববার বিকেলে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে শিশুকে বলাৎকার করলে ঘটনাটি পরিবার দেখে ফেলে এবং তাকে ধরে গণধোলাই দেয়। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
টানা তিন বছর বলাৎকার! ছাদে হাতেনাতে ধরা পড়ে গণধোলাই, কারাগারে মাদ্রাসা শিক্ষক
#বরিশালমাদ্রাসাবলাৎকার, #শিক্ষকগ্রেপ্তারবরিশাল, #শিশুকেবলাৎকারমামলা, #কাউনিয়াথানাসংবাদ, #হিফজবিভাগেরশিক্ষকনির্যাতন, #শিশুনির্যাততবাংলাদেশ