12/10/2025 যুক্তরাজ্য থেকে এক কার্গো এলএনজি কিনছে সরকার
odhikarpatra
১০ December ২০২৫ ০০:০০
ঢাকা, ৯ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাজ্য থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের ৪৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
কর্তৃপক্ষের বক্তব্য
কর্মকর্তারা জানান, শীতকালে গ্যাসের চাপ সামলাতে আগেভাগে এলএনজি আমদানি কৌশলের অংশ হিসেবে এই ক্রয় কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এতে গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকবে।
অন্যান্য অনুমোদন
একই সভায় ‘হাওর এলাকায় ফ্লাইওভার সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর একটি বড় নির্মাণ প্যাকেজ (সুনা/ধর্মপাশা/সিডব্লিউ-৬) অনুমোদনের সুপারিশ করা হয়।
কিওয়ার্ড সাজেশন
এলএনজি ক্রয় বাংলাদেশ, যুক্তরাজ্য এলএনজি, পেট্রোবাংলা গ্যাস আমদানি, সরকারি ক্রয় কমিটি, Total Energies LNG Bangladesh, হাওর উন্নয়ন প্রকল্প, ধর্মপাশা সড়ক নির্মাণ।
শীতের গ্যাস সংকট ঠেকাতে যুক্তরাজ্য থেকে লাখো টাকার এলএনজি কিনছে সরকার!