12/16/2025 সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন, তরুণদের অংশগ্রহণে আশাবাদী নির্বাচন কমিশন
odhikarpatra
১৫ December ২০২৫ ১৯:৪৬
সোমবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত আলোকিতে ‘জেনভোট ফেস্টিভ্যাল’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমরা সম্পূর্ণ প্রস্তুত। গতকালই আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। তারাও আমাদের নিশ্চিত করেছেন—তারা পুরোপুরি প্রস্তুত।”
তিনি আরও বলেন, নির্বাচন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং ভোটের দিন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। সবাইকে দুশ্চিন্তা ঝেড়ে দিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, আসন্ন নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন। কারণ, এই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন, যা গত ৫৪ বছরে হয়নি। পাশাপাশি প্রায় ১০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করা হয়েছে। এমনকি কারাবন্দি ও নিজ ভোটকেন্দ্রের বাইরে কর্মরত সরকারি কর্মচারীদের জন্যও ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। একই দিনে গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনটির গুরুত্ব আরও বেড়েছে।
তরুণদের উদ্দেশে সিইসি বলেন, “আমি সবসময় তারুণ্যের শক্তিতে বিশ্বাস করি। নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা তরুণদের ওপর ভর করেই দেখি। ১৯৭০-৭১ এবং চব্বিশের জুলাই-আগস্টে তরুণদের ভূমিকা প্রমাণ করেছে—দেশের প্রয়োজনে তারা কতটা সাহসী হতে পারে।”
তিনি তরুণদের সৃজনশীলতা ও চিন্তাধারাকে দেশের ভবিষ্যৎ নির্মাণের মূল শক্তি হিসেবে উল্লেখ করে ভোটে অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল অ্যাফেয়ার্স) ফিলিপ বার্নিয়ার আর্ক্যান্ড, ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিম টিমোথি ডাকেট, সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইভা স্মেডবার্গ, আইএফইএস কান্ট্রি ডিরেক্টর পল গেরিন, নির্বাচন কমিশন সচিব আখতার হোসেনসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘জেনভোট ফেস্টিভ্যাল’-এ তরুণদের ভোটদানে উৎসাহিত করতে মক ভোটিং, কমিকস, ক্যারিকেচার, আর্ট ফেস্টিভ্যাল, তথ্য স্টল এবং বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের জন্য পৃথক সেশন আয়োজন করা হয়েছে। এই উদ্যোগে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন, ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সুইডিশ এম্ব্যাসি, ক্যানাডিয়ান ফান্ড (সিএফএলআই) ও ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেকটোরাল সিস্টেমস (আইএফইএস)।