12/16/2025 অধিকার প্রতিষ্ঠার মিছিলে জনগণের পাশে থাকবো ইনশাআল্লাহ: তারেক রহমান
odhikarpatra
১৫ December ২০২৫ ২০:৪৭
অধিকারপত্র.কম–
ঢাকা | ১৫ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি জনগণের সঙ্গেই থাকবেন। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ইতিহাস প্রমাণ করে—১৯৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—সব ক্ষেত্রেই জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় অনিবার্য। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই গণতন্ত্রের মূল ভিত্তি। এজন্য বিএনপি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রশ্নে আপসহীন অবস্থানে রয়েছে।
ষড়যন্ত্রকারীরা নির্বাচন ব্যাহত করতে নানা অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্রকামী নেতা ওসমান হাদির ওপর হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ঠেকাতেই এসব হামলা চালানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তারেক রহমান দেশি-বিদেশি অপশক্তির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহর ওপর ভরসা রেখে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবেই।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অপচেষ্টা জাতির জন্য লজ্জাজনক। মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় স্বার্থে ব্যবহার না করে বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি জনগণের সমর্থন প্রত্যাশা করছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘আগামী দশক হবে রূপান্তরের দশক’। নারী, তরুণ, কৃষক-শ্রমিকসহ দেশের কর্মক্ষম জনগোষ্ঠীকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।
কর্তৃপক্ষ বা সংশ্লিষ্টদের বক্তব্য:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।