12/16/2025 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যাচেষ্টা: ফয়সাল করিম মাসুদের সহযোগী কবির গ্রেপ্তার, মোট আটক সাতজন
odhikarpatra
১৬ December ২০২৫ ০২:০৭
অনলাইন ডেস্ক
ঢাকা
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫,
ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের সহযোগী কবিরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের বিশেষ এ ইউনিটের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ ব্যাপারে বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হলো।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টন এলাকায় ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে গতকাল সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছে।