12/19/2025 ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য গোপনে নরওয়ে যাওয়ার পথে নৌযাত্রায় আহত হয়েছেন—ভেঙেছে তার মেরুদণ্ডের একটি কশেরুকা।
odhikarpatra
১৮ December ২০২৫ ১১:৩২
আন্তর্জাতিক ডেস্ক, অধিকার পত্র ডটকম ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো নোবেল গ্রহণ করতে গিয়ে গুরুতর ঝুঁকিপূর্ণ এক গোপন অভিযানে আহত হয়েছেন। তার মুখপাত্র ক্লাউদিয়া মেসেরো জানিয়েছেন, উত্তাল সমুদ্রে ছোট নৌকায় চলাচলের সময় তিনি মেরুদণ্ডের একটি কশেরুকা ভেঙে ফেলেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জুলাইয়ের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নিষিদ্ধ হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন ৫৮ বছর বয়সী মাচাদো। নোবেল পুরস্কার গ্রহণের জন্য তিনি ছদ্মবেশে—উইগ ও ভিন্ন পোশাকে—ভেনেজুয়েলার একটি ছোট মৎস্যগ্রাম থেকে কাঠের নৌকায় করে কুরাসাও দ্বীপে পৌঁছান।
সেখান থেকে ব্যক্তিগত বিমানে নরওয়ের রাজধানী অসলো যান।
সমুদ্রপথে উচ্চ ঢেউয়ের আঘাতে নৌকাটি দুলতে থাকলে তার মেরুদণ্ডে আঘাত লাগে। পরে অসলো ইউনিভার্সিটি হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়। নরওয়ের দৈনিক আফটনব্লাডেট প্রথম এই আঘাতের খবর প্রকাশ করে।
মাচাদো নিজেই জানিয়েছেন, যাত্রাপথে তিনি নিজের জীবন নিয়ে শঙ্কিত ছিলেন। এমনকি ক্যারিবীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীকে সতর্ক রাখা হয়েছিল, যেন ভুলবশত নৌকাটিতে হামলা না হয়। সাম্প্রতিক মাসগুলোতে একই অঞ্চলে কয়েকটি নৌকায় হামলার ঘটনা ঘটেছে—যেগুলো যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী মাদক পাচার রোধের অংশ।
প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনেজুয়েলায় ‘শাসন পরিবর্তনের ষড়যন্ত্র’ করার অভিযোগ তুলেছেন। তার দাবি, দেশের বিপুল তেলসম্পদ দখলের লক্ষ্যেই এই চাপ সৃষ্টি করা হচ্ছে।
নোবেল শান্তি পুরস্কার গ্রহণের এই নাটকীয় যাত্রা শুধু ব্যক্তিগত সাহসিকতার গল্প নয়; এটি ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক ভূরাজনীতির জটিল বাস্তবতাকেও সামনে এনেছে।
আন্তর্জাতিক ডেস্ক, অধিকার পত্র ডটকম
#Venezuela #MariaCorinaMachado #NobelPeacePrize #Maduro #WorldPolitics #BreakingNews