12/20/2025 ভিসা ইস্যুতে বড় সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত, প্রবাসীদের জন্য এল চার যুগান্তকারী সুবিধা
odhikarpatra
১৮ December ২০২৫ ২৩:৪৬
🇦🇪
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা–সংক্রান্ত সেবায় বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গোল্ডেন ভিসাধারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য চারটি নতুন জরুরি ও সহায়তামূলক সেবা চালু করেছে, যা বিদেশে ভ্রমণ ও সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সহায়তা নিশ্চিত করবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোনো গোল্ডেন ভিসাধারী বিদেশে অবস্থানকালে পাসপোর্ট হারালে তাকে আর দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার মুখে পড়তে হবে না। নতুন ব্যবস্থায় মাত্র ৩০ মিনিটের মধ্যে বিনামূল্যে একটি ইলেকট্রনিক রিটার্ন পারমিট ইস্যু করা হবে, যার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি দ্রুত ইউএইতে ফিরতে পারবেন। তবে এই পারমিট একবার প্রবেশের জন্যই প্রযোজ্য হবে।
এছাড়া গোল্ডেন ভিসাধারীদের জন্য চালু করা হয়েছে ২৪ ঘণ্টার বিশেষ হটলাইন সেবা। এই হটলাইনের মাধ্যমে তারা সরাসরি ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল সেন্টারে যোগাযোগ করে যেকোনো সময় জরুরি সহায়তা, প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ নিতে পারবেন। বিদেশে হঠাৎ কোনো সংকট দেখা দিলে দ্রুত সাড়া দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নতুন সেবার আওতায় বিদেশে অবস্থানরত গোল্ডেন ভিসাধারীরা দুর্যোগ, বিপর্যয় বা অন্যান্য জরুরি পরিস্থিতিতে উন্নত সহায়তা পাবেন। প্রয়োজন হলে ইউএই দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে উদ্ধার, অস্থায়ী আশ্রয় কিংবা চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এর ফলে তারা সরাসরি ইউএই সরকারের জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থার অন্তর্ভুক্ত হচ্ছেন।
এদিকে কোনো গোল্ডেন ভিসাধারী বিদেশে মৃত্যুবরণ করলে, মরদেহ দেশে ফেরত আনা ও দাফনের পুরো প্রক্রিয়ায় সহায়তা করবে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আইনি ও প্রশাসনিক জটিলতা কমবে এবং পরিবার দ্রুত প্রয়োজনীয় সহায়তা পাবে বলে জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব জরুরি ও সংকটকালীন সেবা বিদেশ ভ্রমণের পুরো সময়জুড়েই কার্যকর থাকবে। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত ইউএই মিশনগুলো প্রয়োজন হলে তাৎক্ষণিক সহায়তা দিতে প্রস্তুত থাকবে, যাতে গোল্ডেন ভিসাধারীরা সর্বোচ্চ নিরাপত্তা ও নিশ্চয়তার সঙ্গে বিদেশে অবস্থান করতে পারেন।
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
#UAEVisa #GoldenVisa #সংযুক্তআরবআমিরাত #ভিসা_সংবাদ #প্রবাসী_খবর #UAEUpdate #VisaNews #OdhikarPatra
।