12/19/2025 রাষ্ট্রীয় শোক ঘোষণা: শহীদ শরিফ ওসমান হাদির পরিবারের দায়িত্ব নেবে সরকার
odhikarpatra
১৮ December ২০২৫ ২৩:৫৬
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আগামী শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার রাত সোয়া ১১টার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন।
প্রধান উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় শোক দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
ভাষণে আরও বলা হয়, আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ শরিফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়গুলোতেও আয়োজন করা হবে বিশেষ প্রার্থনার।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত স্ত্রী, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভাষণের গুরুত্বপূর্ণ অংশে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেন, শহীদ শরিফ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। রাষ্ট্রের পক্ষ থেকে তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এই ঘোষণাকে কেন্দ্র করে দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শহীদ ওসমান হাদির প্রতি শ্রদ্ধা ও শোক জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।