12/19/2025 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হাদি হত্যার প্রতিবাদে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ, শিক্ষকদের ভূমিকা নিয়ে ক্ষোভ
odhikarpatra
১৯ December ২০২৫ ১২:৪৩
ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন। পরে মিছিলটি প্রধান ফটক থেকে গোলচত্বর হয়ে বিজয়–২৪ হল পর্যন্ত পদযাত্রা করে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা
“আমার ভাই, তোমার ভাই—হাদি ভাই, হাদি ভাই”,
“জিন্দাবাদ, জিন্দাবাদ—শহীদ হাদি জিন্দাবাদ”,
“লাল-সবুজের পতাকায়—হাদি তোমায় দেখা যায়”,
“গুলামি না আজাদী—আজাদী, আজাদী”
সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে প্রধান ফটকে অনুষ্ঠিত সমাবেশে ইনকিলাব মঞ্চ কুবি শাখার আহ্বায়ক হান্নান রহিম লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুল ইসলাম শেখ, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী ওমর সিদ্দিকী, মার্কেটিং বিভাগের প্রভাষক আবু ওবায়দা রাহিদ এবং নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্তকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অবছার উদ্দিন ইফতি বলেন,
“হাদির কণ্ঠস্বর ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার কণ্ঠস্বর। তার বক্তব্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ সম্পর্কে জানতে পারে।”
পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিব হোসাইন দাবি করেন,
“শাহবাগকে হাদি চত্বর ঘোষণা করতে হবে এবং সংসদ ভবনে হাদির দাফনের ব্যবস্থা করতে হবে, যাতে সংসদে প্রবেশের পথে এমপি-মন্ত্রীদের তাকে স্মরণ করতে হয়।”
ছাত্র শিবির কুবি শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন আবির বলেন,
“শরীফ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় শহীদ হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত বিচার নিশ্চিত না করে, তবে শিক্ষার্থীরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।”
তিনি আরও দাবি করেন, নতুন ক্যাম্পাসে ওসমান হাদির নামে একটি আবাসিক হল প্রতিষ্ঠা করতে হবে।
সমাবেশে আরও বলা হয়, ভারত থেকে হাদির হত্যার মূল অভিযুক্ত ফয়সালকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে হবে এবং সারাদেশে ইনকিলাব কালচারাল সেন্টার গড়ে তোলার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়ে ওসমান হাদিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
✍️ শাহরিয়ার হাসান জুবায়ের