12/20/2025 অধিকার: প্রথম আলো–ডেইলি স্টার অফিসে হামলার সময় সাংবাদিক নুরুল কবিরের ওপর আক্রমণ
odhikarpatra
১৯ December ২০২৫ ২৩:৩৩
অধিকার পত্র ডটকম–
অধিকার: প্রথম আলো ও ডেইলি স্টার অফিসে হামলার সময় সাংবাদিক নুরুল কবিরের ওপর উগ্রবাদীদের আক্রমণ
ঢাকা:
রাজধানীতে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার-এর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দেশবরেণ্য সাংবাদিক ও নিউএজ পত্রিকার সম্পাদক, সাংবাদিক ফোরামের সভাপতি নুরুল কবিরের ওপর উগ্রবাদী একটি গোষ্ঠী হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে ‘উগ্রবাদী মতবাদবিরোধী’ এবং ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে শারীরিক ও মৌখিকভাবে আক্রমণ করে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল রাতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার সময় নুরুল কবির ঘটনাস্থলে উপস্থিত হলে একদল উগ্রবাদী তাকে লক্ষ্য করে উত্তেজনাকর স্লোগান দেয় এবং অপমানজনক ভাষায় আক্রমণ চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আশপাশের সাংবাদিক ও সচেতন নাগরিকদের সহায়তায় তিনি সেখান থেকে সরে যান।
সাংবাদিক মহলে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। কারণ নুরুল কবির দীর্ঘ সাংবাদিক জীবনে কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেননি—এমনকি আওয়ামী লীগ শাসনামল তো বটেই, সামরিক শাসন ও ওয়ান–ইলেভেনের সময়ও তাকে অন্যায়ের পক্ষে অবস্থান নিতে দেখা যায়নি।
বরং দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং সমাজের অসংগতি তুলে ধরতে তিনি আজীবন কলমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। বিদেশে বহু সুযোগ-সুবিধা ও সম্মানজনক প্রস্তাব থাকা সত্ত্বেও তিনি দেশ ছেড়ে যাননি—দেশ ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই দেশের মাটিতেই থেকে সাংবাদিকতা চালিয়ে গেছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে এই নিয়ে দ্বিতীয়বার প্রকাশ্যে হেনস্তার শিকার হলেন নুরুল কবির। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কাওরান বাজার এলাকায় তাকে একই ধরনের অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য গভীর উদ্বেগজনক বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাংবাদিক নেতারা বলছেন, একজন প্রবীণ ও সম্মানিত সাংবাদিককে এভাবে ‘দালাল’ আখ্যা দিয়ে আক্রমণ করা কেবল ব্যক্তিগত হেনস্তা নয়—এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি হামলার শামিল। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
ঘটনার নিন্দা জানিয়ে বিভিন্ন মহল মনে করছে, মতভিন্নতার নামে সহিংসতা ও অপমানমূলক আচরণ গণতান্ত্রিক সংস্কৃতির জন্য মারাত্মক হুমকি। সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় রাষ্ট্র ও সমাজের দায়িত্বশীল ভূমিকা এখন সময়ের দাবি।
অধিকার: প্রথম আলো–ডেইলি স্টার অফিসে হামলার সময় সাংবাদিক নুরুল কবিরের ওপর আক্রমণ
নুরুল কবির, সাংবাদিক নির্যাতন, প্রথম আলো হামলা, ডেইলি স্টার অফিস ভাঙচুর, অধিকার পত্র, স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যম হামলা, নিউজ এজ সম্পাদক