12/21/2025 ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিশ্চিত করতে ইসির সঙ্গে সেনা–নৌ–বিমান বাহিনীর শীর্ষ বৈঠক
odhikarpatra
২১ December ২০২৫ ১৭:০২
বিশেষ প্রতিনিধি অধিকার পত্র ডটকম ২১ শে ডিসেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।
রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, যৌথ বাহিনীর কার্যক্রম এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
ইসি সূত্র জানায়, দুপুর ১২টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় এক ঘণ্টা চলে। বেলা ১টা ৫ মিনিটের দিকে তিন বাহিনী প্রধান নির্বাচন কমিশন ভবন ত্যাগ করেন। এ সময় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ তাদের বিদায় জানান।
বৈঠকে অংশ নেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এছাড়া চারজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ ও তথ্য) মো. রুহুল আমিন মল্লিক জানান, আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে পর্যালোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে একই দিন দুপুর আড়াইটায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সভায় নির্বাচন পূর্ব নিরাপত্তা ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে যৌথ বাহিনীর ভূমিকা এবং নির্বাচন আচরণ বিধিমালা ২০২৫ বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।
সভা শেষে নির্বাচন কমিশনের বেজমেন্টে গণমাধ্যমের জন্য ব্রিফিং করারও কথা রয়েছে বলে জানিয়েছে ইসি সচিবালয়।
—🔴 ভোট ও গণভোট সামনে রেখে ইসিতে তিন বাহিনী প্রধানের জরুরি বৈঠক
#নির্বাচন২০২৬ #নির্বাচনকমিশন #তিনবাহিনীপ্রধান #জাতীয়সংসদনির্বাচন #গণভোট #আইনশৃঙ্খলা #বাংলাদেশরাজনীতি #ECBangladesh