12/22/2025 বগুড়া–৭ আসনে খালেদা জিয়া, বগুড়া–৬ আসনে তারেক রহমান—বিএনপির নির্বাচনী প্রস্তুতি জোরদার
odhikarpatra
২১ December ২০২৫ ২১:০৬
নিজস্ব প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলায় বিএনপির নির্বাচনী তৎপরতা জোরদার হয়েছে। বগুড়া–৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া–৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে শহরের খান্দার এলাকায় অবস্থিত জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার। এ সময় বিএনপির স্থানীয় নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার বলেন,
“বগুড়া–৭ আসনটি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃকভিটা নিয়ে গঠিত। এই আসন থেকে বেগম খালেদা জিয়া প্রতিবারই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এবারও জনগণ তাঁকেই সর্বাধিক ভোটে নির্বাচিত করবেন।”
উল্লেখ্য, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৭ আসন থেকে বিজয়ী হন খালেদা জিয়া। পরবর্তী সময়ে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে তিনবার জয়ী হন হেলালুজ্জামান তালুকদার এবং একবার বিজয়ী হন বিএনপির কেন্দ্রীয় নেতা প্রয়াত মওদুদ আহমদ।
এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা)–এর নেতৃত্বে বগুড়া–৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন—
রেজাউল করিম সাংবাদিকদের জানান,
“২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। তিনি সরাসরি এসে মনোনয়নপত্র দাখিল করতে না পারলে দলের পক্ষ থেকেই তা দাখিল করা হবে। দেশে ফেরার পর তিনি বগুড়ায় এসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।”
প্রসঙ্গত, ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সব নির্বাচনে বগুড়া–৬ আসন থেকেও খালেদা জিয়া বিজয়ী হন। এবারের নির্বাচনে এই আসনে বিএনপি তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রার্থী করেছে।
#বগুড়া
#খালেদা_জিয়া
#তারেক_রহমান
#বিএনপি
#জাতীয়_সংসদ_নির্বাচন
#BoguraPolitics
#BNPElection
#OdhikarPatra