12/22/2025 প্রথম আলো–ডেইলি স্টারে হামলা গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করছে: জোনায়েদ সাকি | Media Attack Bangladesh
odhikarpatra
২১ December ২০২৫ ২৩:৫৯
নিচে আপনার দেওয়া তথ্য অনুযায়ী odhikarpatra.com–এর জন্য নির্ধারিত স্থায়ী ফরম্যাটে সম্পূর্ণ কপিরাইট-ফ্রি, SEO ও Facebook-ভাইরাল উপযোগী সংবাদটি উপস্থাপন করা হলো—
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট জনক্ষোভকে কাজে লাগিয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা চালাচ্ছে—এমন অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত প্রথম আলো ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন,
“হত্যাকাণ্ড ও গণহত্যার স্মৃতি মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই ক্ষোভ তৈরি করে। কিন্তু আমরা দেখছি, একদল স্বার্থান্বেষী মহল সেই ক্ষোভকে ব্যবহার করে গণমাধ্যমে হামলা চালাচ্ছে, এমনকি সাংস্কৃতিক সংগঠনগুলোকেও টার্গেট করা হচ্ছে।”
প্রথম আলোর পাশাপাশি ডেইলি স্টার ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গ টেনে তিনি এসব ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দেন। তাঁর ভাষায়, এসব হামলা জুলাই গণ–অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ এবং সেই ধারাবাহিকতায় গড়ে ওঠা গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষাকে ক্ষতিগ্রস্ত করছে।
ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, এই হত্যাকাণ্ড সারা দেশকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। হাদি গণতান্ত্রিক রূপান্তরের স্বপ্ন দেখতেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। তাঁকে হত্যা করা হয়েছে মূলত দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নস্যাৎ করার উদ্দেশ্যে।
তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে যে বিচার, সংস্কার ও নির্বাচনের দাবি উঠেছে, সেটিই আজকের গণতান্ত্রিক উত্তরণের জন্য সবচেয়ে জরুরি। কিন্তু পতিত ফ্যাসিস্ট শক্তি ও তাদের সহযোগীরা এই প্রক্রিয়াকে ব্যাহত করতে মরিয়া হয়ে উঠেছে।
দেশে অরাজকতা ও নাশকতার পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন সাকি। তিনি জানান, ওসমান হাদির মতো জুলাই আন্দোলনের আরও অনেক সংগঠক ও নেতৃত্বকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভয়ের মাধ্যমে মানুষকে দমিয়ে রাখার যে চেষ্টা একসময় করা হয়েছিল, জনগণ তা ভেঙে দিয়েছে; এখন আবার সেই ভয়ের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী। তিনি বলেন, মানুষের জানমাল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব ছিল। কিন্তু সেই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। কেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখতে পারেনি—সে প্রশ্নও তোলেন তিনি।
এ সময় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতারসহ সংগঠনের অন্যান্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।
#হাদিহত্যা #গণমাধ্যমেহামলা #জোনায়েদসাকি #প্রথমআলো #ডেইলিস্টার #গণতন্ত্র #বাংলাদেশরাজনীতি #MediaFreedom #OdhikarPatra