12/23/2025 মস্কোতে গাড়ি বোমা হামলায় রুশ জেনারেল ফানিল সারভারভ নিহত
Special Correspondent
২২ December ২০২৫ ২১:৪২
নিউজ ডেস্ক | অধিকারপত্র
রাশিয়ার রাজধানী মস্কোতে একটি গাড়ি বোমা বিস্ফোরণে দেশটির এক শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার তদন্ত কমিটির বরাতে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ সোমবার সকালে এ হামলার শিকার হন। তদন্ত কমিটি জানায়, একটি গাড়ির নিচে পেতে রাখা বিস্ফোরক ডিভাইস বিস্ফোরিত হলে গুরুতর আহত হন ৫৬ বছর বয়সী এই জেনারেল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং বিভাগের প্রধান ছিলেন। ঘটনার পরপরই হত্যাকাণ্ড ও অবৈধ বিস্ফোরক পাচারের অভিযোগে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হলেও এ বিষয়ে ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।
মস্কোর দক্ষিণাঞ্চলের একটি আবাসিক ভবনের কাছের পার্কিং এলাকায় বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, একটি সাদা গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আশপাশের গাড়িগুলোর মধ্যেও ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। রুশ গণমাধ্যমের তথ্যমতে, সারভারভ অতীতে ওসেটিয়ান-ইঙ্গুশ সংঘাত, চেচেন যুদ্ধ এবং ২০১৫-১৬ সালে সিরিয়ায় সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার হামলা শুরুর পর থেকে মস্কোতে একাধিক সামরিক কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। এর আগে ২০২২ সালে জাতীয়তাবাদী চিন্তাবিদ আলেক্সান্দার দুগিনের কন্যা দারিয়া দুগিনা এক গাড়ি বোমা হামলায় নিহত হন। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে স্কুটারে লুকানো বিস্ফোরকে নিহত হন জেনারেল ইগর কিরিলভ। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব হামলা রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র