12/23/2025 পদত্যাগ নিয়ে গুঞ্জন নাকচ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
odhikarpatra
২২ December ২০২৫ ২৩:২২
প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা | জাতীয় রাজনীতি
পদত্যাগের গুঞ্জনকে সরাসরি নাকচ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পদত্যাগ করলে এখানে বসতাম না।’ তিনি স্পষ্ট ভাষায় জানান, দায়িত্বে থেকেই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে পুলিশের প্রশিক্ষণের তিন ভাগের দুই ভাগ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি অংশ দ্রুত শেষ করা হবে।
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যা মামলাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনী ১০ জনকে গ্রেপ্তার করেছে। তবে তদন্তের স্বার্থে হত্যাকাণ্ডের মোটিভ সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হয়নি।
মূল আসামি ফয়সাল করিম খান কোথায় অবস্থান করছেন—এ বিষয়ে নিশ্চিত তথ্য সরকারের কাছে নেই জানিয়ে তিনি বলেন, আসামি দেশে বা বিদেশে থাকতে পারে, তবে তিনি বৈধভাবে দেশ ছাড়েননি।
প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পত্রিকা দুটির সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
১৩ ডিসেম্বর শুরু হওয়া অপারেশন ডেভিল হান্ট ফেজ–২–এর আওতায় ২০ ডিসেম্বর পর্যন্ত ৬,৫৯৮ জন গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে—
মোট মামলা ও পরোয়ানাভুক্তসহ ১৩,৫০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো আতশবাজি বা রাস্তা অবরোধ করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি গির্জায় পর্যাপ্ত নিরাপত্তা থাকবে এবং রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে।
২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।