12/23/2025 রাজশাহীর গোদাগাড়ীতে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সরিষা চাষ: সরিষার আবাদে লাভবান হচ্ছেন স্থানীয় কৃষকরা
odhikarpatra
২৩ December ২০২৫ ১৫:৪৪
মূল প্রতিবেদন (অধিকারপত্র ডটকম
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগন্তজোড়া মাঠজুড়ে এখন শুধুই হলুদের সমারোহ। যেদিকে চোখ যায়, সেদিকেই সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। ভোজ্যতেলের দাম বৃদ্ধি এবং সরকারি কৃষি প্রণোদনার ফলে এ অঞ্চলে সরিষা চাষে রীতিমতো ‘হলুদ বিপ্লব’ ঘটেছে। গত বছরের তুলনায় এ বছর এই উপজেলায় সরিষার আবাদ বেড়েছে প্রায় দ্বিগুণ।
মাঠজুড়ে হলুদের চাদর ও মৌমাছির গুঞ্জন: সরেজমিনে গোদাগাড়ীর বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শীতের শিশিরভেজা সকালে সরিষা ফুলের সুবাস বাতাসে ভাসছে। গাঢ় হলুদ ফুলে ফুলে মৌমাছিরা মধু সংগ্রহের জন্য ভিড় করছে। অনেক কৃষক তাদের সরিষা ক্ষেতের পাশে সারিবদ্ধভাবে মৌ-বক্স বসিয়েছেন। এতে একদিকে যেমন খাঁটি মধু উৎপাদিত হচ্ছে, অন্যদিকে পরাগায়নের ফলে সরিষার ফলনও ২০-২৫ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা বলছেন, সরিষা ক্ষেতগুলো দেখে মনে হয় যেন প্রকৃতিতে কেউ নিজ হাতে হলুদ চাদর বিছিয়ে দিয়েছে।
দ্বিগুণ বেড়েছে চাষের পরিধি: উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে গোদাগাড়ীতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৬ হাজার ২৪০ হেক্টর। ইতিমধ্যে প্রায় ১৪ হাজার ১২০ হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। তথ্যমতে, গত বছর এখানে সরিষা চাষ হয়েছিল আনুমানিক ৭ হাজার ৪২০ হেক্টর। অর্থাৎ গত বছরের তুলনায় আবাদ বেড়েছে প্রায় দ্বিগুণ। মূলত দোআঁশ ও বেলে-দোআঁশ মাটির উর্বরতা এবং স্বল্প খরচে অধিক লাভের আশায় কৃষকরা সরিষা চাষে ব্যাপকভাবে ঝুঁকেছেন।
সাশ্রয়ী ও লাভজনক আবাদ: স্থানীয় কৃষকরা জানান, কার্তিক ও অগ্রহায়ণ মাসে সরিষার বীজ বপন করা হয়। এতে সেচ ও সারের প্রয়োজন হয় খুবই কম। সরিষা চাষের বহুমুখী সুবিধার কথা জানিয়ে তারা বলেন, সরিষার পাতা ঝরে মাটিতে মিশে উৎকৃষ্ট জৈব সার তৈরি করে। এছাড়া তেল আহরণের পর সরিষার খৈল গরুর জন্য অত্যন্ত পুষ্টিকর খাবার। এমনকি সরিষা চাষের পর একই জমিতে বোরো ধান আবাদ করলে সারের খরচ অনেক কম লাগে।
কৃষকের মুখে সোনালী হাসি: ভোজ্যতেলের আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষ এখন নিজেদের তেলের চাহিদা মেটাতে এবং বাজারে বিক্রির উদ্দেশ্যে সরিষা চাষ করছেন। কৃষি বিভাগ থেকে সময়মতো সার, বীজ ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ায় তারা এবার বড় ধরণের লাভের আশা করছেন।
কৃষি বিভাগের প্রত্যাশা: উপজেলা কৃষি কর্মকর্তাদের মতে, সরিষা মূলত একটি সাশ্রয়ী ও স্বল্পমেয়াদী ফসল। কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তেলের আমদানি নির্ভরতা কমাতে সরকার যে উদ্যোগ নিয়েছে, গোদাগাড়ীর এই চিত্র তারই প্রতিফলন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে এলাকায় সরিষার রেকর্ড উৎপাদন হবে, যা স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
প্রতিবেদক: মোঃ রবিউল ইসলাম মিনাল রাজশাহী জেলা প্রতিনিধি
গোদাগাড়ীর দিগন্তজোড়া মাঠে ‘হলুদ বিপ্লব’! শিশিরভেজা সকালে মৌমাছির গুঞ্জনে মাতোয়ারা কৃষকের মন
#গোদাগাড়ী #রাজশাহী #সরিষাচাষ #হলুদবিপ্লব #কৃষিসংবাদ #সরিষাফুল #মৌচাষ #বাংলাদেশকৃষি #GodagariNews #RajshahiAgriculture #MustardFarming #Adhikarpatra
আমি কি এই নিউজটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য একটি ছোট আকর্ষণীয় ক্যাপশন তৈরি করে দেব?