12/24/2025 ১৮ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান, ঐতিহাসিক সংবর্ধনায় সর্বকালের জনসমাগমের প্রস্তুতি বিএনপির
odhikarpatra
২৩ December ২০২৫ ২২:২১
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
প্রস্তুতি বিএনপির
প্রায় ১৮ বছরের দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর দুপুর ১২টায় স্ত্রী ও কন্যাসহ সপরিবারে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে সরাসরি যাবেন পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় নির্ধারিত সংবর্ধনাস্থলে। সেখান থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে গুলশানের বাসভবনে যাবেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ করে তুলতে সারা দেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। রাজধানীর কুড়িল থেকে পূর্বাচলের ৩০০ ফিট এলাকা পর্যন্ত সড়কের দুই পাশে ইতোমধ্যে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
সরেজমিনে দেখা গেছে, কুড়িল মোড় সংলগ্ন এলাকায় ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ নির্মাণকাজ প্রায় শেষ। মঞ্চের দুই পাশে তাঁবু স্থাপন করা হয়েছে এবং সড়কের ল্যাম্পপোস্টে বসানো হচ্ছে মাইক। মঞ্চের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যদের পাশাপাশি পুলিশের উপস্থিতিও রয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং খুব শিগগিরই সব প্রস্তুতি সম্পন্ন হবে।
তারেক রহমানের দেশে ফেরার এখনো দুই দিন বাকি থাকলেও সারা দেশ থেকে নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। কুড়িল ও ৩০০ ফিট এলাকায় ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘বীরের বেশে তারেক রহমান’—এমন স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা।
নওগাঁ, মৌলভীবাজার, ফরিদপুর, মাদারীপুর, বরগুনা, শেরপুরসহ বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীরা মঞ্চের সামনে অবস্থান নিয়ে ফেসবুক লাইভ করছেন এবং সারাদিন মঞ্চ প্রস্তুতির কাজ পর্যবেক্ষণ করছেন।
তারেক রহমানের জন্য বিদেশ থেকে আমদানি করা বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এবং একটি বুলেটপ্রুফ বাস প্রস্তুত রাখা হয়েছে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম। সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সিএসএফ ও দলীয় নিরাপত্তা টিম দায়িত্ব পালন করবে।
দেশে ফেরার পর তারেক রহমান তার মা খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’র পাশের ১৯৬ নম্বর বাড়িতে ওঠার কথা রয়েছে। তবে সংস্কার কাজ চলমান থাকায় প্রয়োজনে ‘ফিরোজা’য় তার জন্য তিনটি কক্ষ প্রস্তুত রাখা হয়েছে।
নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিএনপির আবেদনে ১০টি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। এ ছাড়া একাধিক ট্রেনে যুক্ত করা হয়েছে অতিরিক্ত কোচ। এ কারণে ২৫ ডিসেম্বর তিনটি নিয়মিত ট্রেনের যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়েছে।
বিশেষ ট্রেনগুলো চলবে কক্সবাজার, খুলনা, রাজশাহী, যশোর, পঞ্চগড়, জামালপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন রুটে।
বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানকে স্বাগত জানাতে ২০ লাখের বেশি মানুষের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতাদের পাশাপাশি আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ সমর্থকদের নিয়ে ঢাকায় আসছেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন,
“তারেক রহমান শুধু বিএনপির নন, সারা দেশের মানুষের নেতা। তাকে একনজর দেখতে মানুষ অধীর অপেক্ষায় রয়েছে।”
সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন,
“এই প্রত্যাবর্তন যেন আগামী ৫৫ বছরের ইতিহাসে অনন্য হয়ে থাকে—সে লক্ষ্যেই সব আয়োজন করা হচ্ছে।”
🔥 তারেক রহমানকে বরণে প্রস্তুত পূর্বাচলের ৩০০ ফিট, ঢাকায় ঢল নামাচ্ছেন ২০ লাখ মানুষ
#তারেকরহমান #বিএনপি #৩০০ফিট #স্বদেশপ্রত্যাবর্তন #পূর্বাচল #খালেদাজিয়া #বাংলাদেশেররাজনীতি #odhikarpatra