12/24/2025 অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান: আহত অর্ধশতাধিক ফিলিস্তিনি
odhikarpatra
২৪ December ২০২৫ ১৯:০৬
অধিকার পত্র
আন্তর্জাতিক ডেস্ক | অধিকার পত্র অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বড় ধরনের সামরিক অভিযানে অন্তত কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে পশ্চিম তীরের শরণার্থী শিবির ও শহরগুলোতে চালানো এই অভিযানে ইসরায়েলি সেনারা টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং তাজা গুলি ব্যবহার করেছে বলে খবর পাওয়া গেছে।
অভিযানের বিস্তারিত
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নাবলুস, জেনিন এবং তুলকারম এলাকায় চালানো এই অভিযানে অন্তত ৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলি সেনারা ড্রোন এবং ভারী সাঁজোয়া যান নিয়ে আবাসিক এলাকায় প্রবেশ করলে স্থানীয় তরুণদের সাথে সংঘর্ষ শুরু হয়।
প্রধান তথ্যসমূহ:
* আহত: অর্ধশতাধিক ফিলিস্তিনি গুলিবিদ্ধ ও টিয়ার গ্যাসের শিকার।
* আটক: অন্তত ১০ থেকে ১৫ জন ফিলিস্তিনি যুবককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী।
* ক্ষয়ক্ষতি: অভিযানে বেশ কিছু ঘরবাড়ি ও জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে।
উত্তেজনা ও প্রেক্ষাপট
২০২৫ সাল জুড়েই পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান তীব্রতর হয়েছে। গাজা পরিস্থিতির পাশাপাশি পশ্চিম তীরেও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা এবং সামরিক উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় সেখানে অস্থিরতা চরমে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, কোনো উস্কানি ছাড়াই বেসামরিক জনগণের ওপর এই হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) দাবি, তারা 'সন্ত্রাসবিরোধী' অভিযানের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে এবং সেখান থেকে বেশ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
মানবাধিকার সংস্থাগুলো এই অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, নিরপরাধ বেসামরিক জনগণের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এই ঘটনার ফলে পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সূত্র: আল জাজিরা অনুবাদ ও সম্পাদনা: অধিকার পত্র ডেস্ক