12/25/2025 ঢাকার মগবাজারে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে নিহত ১, এলাকায় চরম উত্তেজনা
odhikarpatra
২৪ December ২০২৫ ২০:৪৭
ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
রাজধানী ঢাকার মগবাজার মোড়ে একটি ফ্লাইওভার থেকে নিক্ষিপ্ত ককটেলের বিস্ফোরণে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হলে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের আঘাতে গুরুতর আহত অবস্থায় এক পথচারী রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত শুরু হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে এটি নাশকতামূলক হামলা কি না, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। ফ্লাইওভারের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঘটনার পর মগবাজার মোড় ও আশপাশের এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।