12/25/2025 Green Climate Fund অর্থায়নে রাবি আইকিউএসি ও পিকেএসএফ-এর তিন বছর মেয়াদি প্রশিক্ষণ চুক্তি
odhikarpatra
২৪ December ২০২৫ ২২:৪৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মধ্যে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকায় পিকেএসএফ ভবন-১ এ এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান ও ড. ফজলে রাব্বি ছাদেক আহমাদ উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় আইকিউএসি’র পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হক ও আইকিউএসি’র সচিব মো. শরিফুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিবৃন্দ।
Green Climate Fund (GCF)-এর অর্থায়নে পিকেএসএফ কর্তৃক বাস্তবায়নাধীন GCF Readiness Project-2 এর আওতায় তিন বছর মেয়াদি এই চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিতকরণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগের অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি স্বাক্ষর হয়। প্রকল্পের আওতায় GCF-RHL প্রকল্পের উপকূলীয় অঞ্চল এবং ECCCP-Drought প্রকল্পের বরেন্দ্র অঞ্চলে বাস্তবায়িত কার্যক্রমে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন করে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় ২০০০ শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পাবে।
এছাড়াও পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে শিক্ষক ও গবেষকদের নিয়ে সচেতনতামূলক সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করা হবে বলে জানানো হয়।
চুক্তি স্বাক্ষরের বিষয়টি অবহিত করতে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে রাবির উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সাথে সাক্ষাৎ করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা। সাক্ষাতে ভবিষ্যতে পিকেএসএফ-এর সাথে যৌথভাবে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, রাবি আইকিউএসি ও পিকেএসএফ-এর এই অংশীদারিত্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্ঞানচর্চা, গবেষণা এবং সক্ষমতা উন্নয়নে দীর্ঘমেয়াদি ও প্রাতিষ্ঠানিক ভূমিকা রাখবে।
জলবায়ু ও পরিবেশ প্রশিক্ষণে বড় উদ্যোগ: রাবি আইকিউএসি–পিকেএসএফ চুক্তি স্বাক্ষর
#রাবি #আইকিউএসি #পিকেএসএফ #GreenClimateFund #জলবায়ুপারিবর্তন
#পরিবেশপ্রশিক্ষণ #GCFReadinessProject #বাংলাদেশবিশ্ববিদ্যালয় #ক্লাইমেটএকশন